Ticker

6/recent/ticker-posts

প্রাকৃতিক গ্যাস ( Natural Gas )

 
 source: adobe stock

প্রাকৃতিক গ্যাস ( Natural Gas )  :

     যেসব স্থানে পেট্রোলিয়াম পাওয়া যায় , সেখানে  ভূগর্ভস্থ পেট্রোলিয়ামকে তােলার জন্য কূপ খনন করা হয় । এই তরল পেট্রোলিয়ামের ওপর কিছু গ্যাস থাকে । কূপ খননের ফলে এই গ্যাস স্বাভাবিকভাবেই বেরিয়ে আসে । একেই প্রাকৃতিক গ্যাস বলে পেট্রোলিয়াম খনিতে উপজাত হিসাবে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় । প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান ( প্রায় 95 %) মিথেন ( CH4 ) । এই গ্যাসে সামান্য পরিমাণে ইথেন ( C2H6. ) ও প্রােপেন ( C3H8 ) থাকে । এই গ্যাস খুব দাহ্য এবং দহনে প্রচুর তাপ উৎপন্ন হয় । একে পাইপ লাইনের সাহায্যে বিভিন্ন শহরে ও কারখানায় সরবরাহ করা হয় । একে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়।

                          CH4+2O2-----CO2+2H2O+তাপ 


Post a Comment

0 Comments