Ticker

6/recent/ticker-posts

সি.এন.জি .. ( C.N.G. ) কি ?

source : adobe stock 


অশুদ্ধ তরল পেট্রোলিয়ামের ওপর থেকে সংগ্রহ করা প্রাকৃতিক গ্যাসকে চাপ প্রয়ােগ করে তরল অবস্থায় গ্যাস সিলিন্ডারে ভরতি করে সরবরাহ করা হয় । তাই , একে ঘনীভূত প্রাকৃতিক গ্যাস বা C.N.G. বলা হয় । 

                গৃহস্থালিতে রান্নার জন্য জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় এর তাপনমূল্য 55 kJ / g । কল - কারখানাতে ও বিভিন্ন কাজে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় । এল.পি.জি.র তুলনায় এর দামও কম । প্রাকৃতিক গ্যাস উচ্চ উষ্ণতায় কার্বন ব্ল্যাক ও হাইড্রোজেনে বিশ্লিষ্ট হয় । CH4 ( প্রাকৃতিক গ্যাস থেকে প্রাপ্ত ) — C + 2H2 ,কার্বন ব্ল্যাক - টায়ার কারখানার জন্য , H2 ও সার উৎপাদনের জন্য এবং অ্যামােনিয়া তৈরিতে লাগে । 

                  L.P.G এবং C.N.G. জ্বালানি ব্যবহারের সুবিধা ( i ) এই জ্বালানিগুলির Calorific value অনেক বেশি ( ii ) দহনে ধোঁয়াহীন শিখা উৎপন্ন করে এবং কোনাে দূষণ সৃষ্টি করে না। ( iii ) দামে সস্তা , জ্বালানিগুলিকে সঞ্চয় করা এবং সরবরাহ করা সহজ ।


Post a Comment

0 Comments