Ticker

6/recent/ticker-posts

কোল গ্যাস এবং কোক কি ? তাদের ব্যবহারগুলি লেখো ?


 

কোল গ্যাস:

   কয়লার অন্তর্ভূম পাতনে প্রাপ্ত কতকগুলি দাহ্য গ্যাসীয় পদার্থের মিশ্রণকে কোল গ্যাস বলে । 

 কোল গ্যাসের উপাদান— 

( i ) প্রধান উপাদান হাইড্রোজেন ( 50 % ) , মিথেন ( 28 % ) , কার্বন মনােক্সাইড       গ্যাস(10%) — তাপপ্রদানকারী গ্যাস । 

( ii ) ইথিলিন , অ্যাসিটিলিন ,বেঞ্জিন  — আলাে উৎপাদনকারী গ্যাস । 

( iii ) নাইট্রোজেন গ্যাসমিশ্রণের লঘুকারী গ্যাস । এছাড়া এই গ্যাসে অশুদ্ধি হিসাবে হাইড্রেজেন সালফাইড থাকে , যা অক্সিজেন  -এর সঙ্গে দহনের সময়ে বিষাক্ত সালফার ডাই  অক্সাইড  উৎপন্ন হয় । 

  ব্যবহার : 

কোল গ্যাসের তাপনমূল্য অনেক বেশি , তাই 

( i ) কোল গ্যাস সাধারণত জ্বালানি হিসাবে রান্নার জন্য ! 

( ii ) ধাতু নিষ্কাশনে জ্বালানি হিসাবে 

( iii ) কোনাে কোনাে শহরে আলাে জ্বালার জন্যই ব্যবহৃত হয় ।

 কোক ( Coke ) :

 কয়লা থেকে কোল গ্যাস উৎপাদনের সময় উপজাতদ্রব্য হিসেবে কোক পাওয়া যায় । কোকে প্রায় 98 % কার্বন থাকে। 

  ব্যবহার : 

( i ) গৃহস্থালির কাজে জ্বালানি হিসাবে রান্নার জন্য প্রচুর পরিমাণে কোক ব্যবহার করা হয় । এছাড়া 

( ii ) ক্যালশিয়াম কার্বাইড প্রস্তুত করতে : 

( i ) লােহা , দস্তা প্রভৃতি -নিষ্কাশনে বিজারকরূপে ; 

( iv ) প্রােডিউসার গ্যাস , ওয়াটার গ্যাস প্রভৃতি গ্যাসীয় জ্বালানি প্রভূত করতে কোক ব্যবহৃত হয় ।


Post a Comment

0 Comments