Ticker

6/recent/ticker-posts

হীরক কি ও তার ব্যবহার ?


 
source: adobe stock

হীরক 

 কার্বনের প্রধানত তিনটি রূপভেদ আছে । যথা— ( I )  হীরক  ( II ) গ্রাফাইট এবং 

( III ) ফুলারিন।   তার মধ্যে হীরক হলো অন্যতম। 

    দক্ষিণ আফ্রিকা , ব্রাজিল , রাশিয়া , ভারতের গােলকুন্ডাতে হীরক পাওয়া যায়। হীরক দুরকম অবস্থায় পাওয়া যায় — একরকম হল উজ্বল , স্বচ্ছ , কেলাসিত কঠিন পদার্থ ,যার প্রতিসরাঙ্ক 2:42 . তাই , আলাে পড়লে জ্বলজ্বল করে । আর , একরকম হল অস্বচ্ছ কালাে হীরক ; একে কার্বোনেডাে ( বা Bourt ) বলে। 

ভৌত ধর্ম : 

      ( i ) হীরক উজ্জ্বল , কেলাসিত ও উচ্চপ্রতিসরাঙ্কবিশিষ্ট কঠিন পদার্থ । বর্ণহীন হীরক প্রায় বিশুদ্ধ কার্বন। 

      (ii) হীরকে কার্বন - পরমাণুগুলি খুব ঘনভাবে সন্নিবিষ্ট থাকে । তাই , এর আপেক্ষিক গুরুত্ব 3:51 ।  হীরক তড়িৎ ও তাপের অপরিবাহী । X - র শ্মি হীরকের মধ্যে দিয়ে চলে যেতে পারে , কিন্তু কাচের মধ্যে দিয়ে যেতে পারে না। তাই , X - রশ্মির সাহায্যে হীরক ও কাচের ( কৃত্রিম হীরক ) পার্থক্য করা যায়।

    ( iii) হীরক খুবই শক্ত পদার্থ । এর ওপর বােরন কার্বাইড ( B4C ) ছাড়া অন্য কোনাে পদার্থ দিয়ে দাগ কাটা যায় না । Moh's স্কেলে এর কাঠিন্যমাত্রা হল 10 ।


 রাসায়নিক ধর্ম : 

     বায়ুতে 900 ° C তাপমাত্রায় হীরককে উত্তপ্ত করলে কার্বন ডাই - অক্লাইড উৎপন্ন হয় ।   C + 02 = CO2 
       এই বিক্রিয়া থেকে বােঝা যায় , হীরক ও কার্বন , কারণ কার্বনকে বায়ুতে পােড়ালে CO2 গ্যাস উৎপন্ন হয় । 

  ব্যবহার :

     ( i ) উজ্জ্বল দ্যুতির জন্য হীরক রত্ন হিসাবে অলংকারে ব্যবহৃত হয় । 

     ( ii ) কাঠিন্যমাত্রা বেশি বলে হীরক কাচ - কাটার জন্য , পাহাড়ি অঞ্চলে টিউবওয়েল খননের জন্য ব্যবহার করা হয় । টাংস্টেনের সরু তার তৈরির জন্য কালাে হীরকের ছাঁচ ব্যবহার করা হয়। 

     ( iii ) হীরক পালিশ করা ও কাচ - কাটার জন্য ব্যবহৃত হয়।  

Post a Comment

0 Comments