Ticker

6/recent/ticker-posts

গ্রাফাইট কি ও তার ব্যবহার ?

source: adobe stock


গ্রাফাইট ও শ্রীলঙ্কা , সাইবেরিয়া , ইতালি ও আমেরিকাতে পাওয়া যায় । গ্রাফাইট ধূসর বর্ণের কেলাসিত ও অস্বচ্ছ চকচকে ও নরম পদার্থ। 

  

ভৌত ধর্ম 

 ( i ) গ্রাফাইট অস্বচ্ছ , নরম , চকচকে পদার্থ । স্পর্শ করলে পিচ্ছিল ও নরম বােধ হয় । 

( ii ) গ্রাফাইট তড়িৎ ও তাপের সুপরিবাহী । 

( iii ) গ্রাফাইটের কেলাসে ষড়ভূজ আকারে কার্বন - পরমাণুগুলি স্তরে স্তরে সজ্জিত থাকে । গ্রাফাইট নরম , তাই কাগজে গ্রাফাইট দিয়ে কালাে দাগ কাটা যায় । লেড - পেনসিলের সিস গ্রাফাইট দিয়ে তৈরি হয় । এর আপেক্ষিক গুরুত্ব 2.25 — হীরক অপেক্ষা কম । 

রাসায়নিক ধর্ম 

 গ্রাফাইটকে বায়ুতে 700 ° C- এ উত্তপ্ত করলে কার্বন ডাই - অক্সাইড উৎপন্ন হয় । এই বিক্রিয়া থেকে বােঝা যায় , গ্রাফাইট ও কার্বন | C + 02 = CO2 

ব্যবহার :

 ( i ) লেড - পেনসিলের সিস তৈরির জন্য । গ্রাফাইট ব্যবহার করা হয় । 

( ii ) গ্রাফাইট পিচ্ছিল প্রকৃতির , তাইবিভিন্ন  যন্ত্রে যেমন বেয়ারিং প্রভৃতিতে পিচ্ছিলকারক পদার্থ হিসাবে ব্যবহৃত হয় । 

( iii ) তড়িদ্দারে , ব্যাটারিতে , ইলেকট্রোটাইপে ব্যবহৃত হয় । 

( iv ) অ্যাটমিক রিয়াক্টরে উৎপন্ন নিউট্রনগুলিকে শােষণ করতে ব্যবহার করা হয়।

 


Post a Comment

0 Comments