Ticker

6/recent/ticker-posts

ভৌত রাশি , স্কেলার রাশি, ভেক্টর রাশি এবং ভৌতরাশির একক,একক, মূল একক, লব্ধ একক এগুলি কি তা আমরা ববিস্তারিত ভাবে জানবো ?


source:pixel lab




প্রাকৃতিক বা ভৌত রাশি
  

 যার পরিমাপ করা যায় , তাকে রাশি বলে । যেমন — তােমার উচ্চতা , ওজন অথবা স্কুলে যেতে কত সময় লাগে , এসবই মাপা যায় । তাই , এদের প্রত্যেকটিকে প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি বলে ।


 সংজ্ঞা : পরিমাপযােগ্য যে - কোনাে প্রাকৃতিক বিষয়কে প্রাকৃতিক রাশি বলে ।


                                যেহেতু জলের আয়তন , ভর ও ঘনত্ব পরিমাপ করা যায় , তাই এগুলি ভৌত রাশি  কিন্তু জল - নামক পদার্থটিকে পরিমাপ করা যায় না , তাই জল ভৌত রাশি নয় ।


 প্রাকৃতিক রাশি দুপ্রকার— ( 1 ) স্কেলার রাশি ও ( 2 ) ভেক্টর রাশি । 


 স্কেলার রাশি : যেসব রাশির শুধু মান আছে , দিক বা অভিমুখ নেই , তাদের স্কেলার রাশি বলে । দৈর্ঘ্য  ভর , সময় , ঘনত্ব ইত্যাদির কেবল মান আছে , তাই স্কেলার রাশি । 


 ভেক্টর রাশি  :  যেসব রাশি প্রকাশের জন্য মান এবং অভিমুখ উভয়েরই প্রয়ােজন তাদের ভেক্টর রাশি বলে । ওজন , বেগ , ত্বরণ ইত্যাদির মান ও দিক -— দুই - ই আছে , তাই ভেক্টর রাশি । প্রতিটি ভেক্টর রাশির পরিমাপের জন্য একক প্রয়ােজন 


 স্কেলার ও ভেক্টর রাশির পার্থক্য   


( 1 ) স্কেলার রাশির কেবল মান আছে , দিক্‌ নেই ; ভেক্টর রাশির মান ও দিক দুই - ই থাকে । 


( 2 ) কেবল মানের পরিবর্তন হলে স্কেলার রাশি পরিবর্তিত হয় ; কিন্তু মান অথবা দিক অথবা উভয়ই পরিবর্তিত হলে ভেক্টর রাশির পরিবর্তন হয় ।


 ( 3 ) স্কেলার রাশির যােগ বা বিয়ােগ সাধারণ নিয়মে করা যায় ; কিন্তু ভেক্টর রাশির যােগ বা বিয়ােগ সাধারণ নিয়মে করা যায় না  


( 4 ) দুটি স্কেলার রাশির গুণফল একটি স্কেলার রাশি হয় ; কিন্তু দুটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশি অথবা একটি ভেক্টর রাশি হয় ।


 ভৌতরাশির একক:

কোনাে রাশির সঠিক পরিমাপের জন্য চাই নির্দিষ্ট মাপকাঠি বা একক । প্রতিটি ভৌত রাশির পরিমাপের জন্য একক প্রয়ােজন | একক ছাড়া কোনাে ভৌত রাশির পরিমাপ অর্থহীন । যেমন— “ তােমার উচ্চতা 18 বলা অর্থহীন ; কিন্তু উচ্চতা 18 মিটার বললে উচ্চতার পরিমাপ সম্পর্কে সুস্পষ্ট ধারণা করা যায় । এক্ষেত্রে উচ্চতা — এই রাশিটির একক হল মিটার ।


 একক :

কোনাে ভৌত রাশির নির্দিষ্ট ও সুবিধাজনক কোনাে মানকে প্রমাণ ধরে সমজাতীয় রাশিকে ওই প্রমাণ মানের সঙ্গে তুলনা করে প্রকাশ করা হয় । এই নির্দিষ্ট প্রমান মানকে রাশির একক বলে । 

কোনাে ভৌত রাশির মান প্রকাশ করতে দুটি বিষয় উল্লেখ করতে হয়- ( i ) এককের তুলনায় রাশিটি কতগুণ — সেই সংখ্যা এবং ( ii ) রাশিটির একক ।

অতএব , কোনাে রাশির পরিমাপ রাশিটির সাংখ্যমান x রাশিটির একক । 

     যেমন — কোনাে বস্তুর ভর 25 কিলােগ্রাম । এখানে ভর হল ভৌতরাশি , 25 হল রাশিটির সাংখ্যমান এবং কিলােগ্রাম হল রাশিটির একক ।

 এককবিহীন রাশি :  যেসব ভৌত রাশি দুটি সম জাতীয় রাশির অনুপাত , তাদের কোনাে একক থাকে না । আণবিক ভর , দ্রাব্যতা ইত্যাদি এককবিহীন রাশি ।

                                                       একটি অনুর ভর 

 একটি অণুর ভর আণবিক ভর =     ----------------------------------------------         

                                                 একটি Cl^2 পরমাণুর 1/12 অংশের ভর


দুটি ভরের অনুপাত বলে আনবিক ভরের কোনাে একক নেই । এটি কেবল একটি সংখ্যা । 


মূল একক: যে সকল রাশির একক , অন্য কোনাে রাশির এককের সাহায্যে গঠিত হয় না , তাদের মূল একক বলে । এই এককগুলি থেকে অন্য সব রাশির একক গঠন করা যায় । দৈৰ্য্য , ভর , সময় , উষ্মতা ইত্যাদির একক — মূল বা প্রাথমিক এককের উদাহরণ । 


লব্ধ একক : এক বা একাধিক মূল এককের সাহায্যে গঠিত ভৌত রাশির একককে লন্ধ একক বলে । ক্ষেত্রফল , বেগ , ঘনত্ব ইত্যাদি এই এককের অন্তর্গত ।













;

Post a Comment

0 Comments