Ticker

6/recent/ticker-posts

বিশ্ব - উন্মায়নের কারণ

source: adobe stock

 

গ্রিন হাউস গ্যাস

যে গ্যাসগুলি পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির কারণ , তাদের গ্রিন হাউস গ্যাস বলা হয় । গ্রিন হাউস গ্যাসগুলি হল CO2  (উষ্ণতা  বৃদ্ধির জন্য মূলত দায়ী ) , জলীয় বাষ্প , মিথেন , নাইট্রোজেন অক্সাইড  , ক্লোরােফ্লুরােকার্বন ।  

বিশ্ব - উন্মায়নের কারণ :

 ( i ) প্রচুর কার্বনঘটিত জ্বালানি ব্যবহার করার ফলে। 

( ii ) পেট্রোল ও ডিজেলের ব্যবহার বৃদ্ধির ফলে এবং বিভিন্ন কলকারখানা প্রধানত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি থেকে উৎপন্ন CO2 , এর জন্য। 

( iii ) কৃষিক্ষেত্র থেকে প্রচুর CH4 এবং N2O নিঃসরণের জন্য ( গ্রিন হাউস গ্যাসগুলির বেশ কিছু অংশ কৃষিক্ষেত্র থেকে আসে ) .

( iv ) বনাঞ্চল ধ্বংসের কারণে বায়ুতে CO2- এর মাত্রা উত্তরােত্তর বৃদ্ধি পাচ্ছে । তাই , বায়ুদূষণ ঘটছে ও বায়ুমণ্ডলের তাপমাত্রা ক্রমশ বাড়ছে । বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন প্রতিবছরেই CO2- র মাত্রা প্রায় 0.4%  বাড়ছে ।

 ফল: 

            বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়লে অ্যান্টার্কটিকা অঞ্চলের বরফ বা হিমবাহ গলতে থাকবে ও সমুদ্রের জলের স্তর বেড়ে যাবে । ফলে , সমুদ্র উঁচু হয়ে গ্রাস করবে বহু দেশ । তাছাড়াও তাপমাত্রা বাড়লে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাবে ও পৃথিবীর জল দ্রুত বাষ্পীভূত হবে । ফলে , কোনাে কোনাে স্থানে বৃষ্টিপাত বেশি হবে , আবার নিরক্ষীয় অঞ্চলে খরা হওয়ার প্রবণতা , অর্থাৎ , জলবায়ুর প্রকৃতির পরিবর্তন দেখা দিতে পারে । শস্যেরও ক্ষতি হতে পারে । এইসব কারণেই সতর্ক হওয়া প্রয়ােজন ।

Post a Comment

0 Comments