![]() |
Source: pixel lab |
এল . পি . জি . ( LPG ) :
অশােধিত পেট্রোলিয়ামের পরিশােধন করার সময় যে অংশ প্রথম পাতন স্তম্ব থেকে গ্যাসীয় অবস্থায় নির্গত হয় , তা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় । এই গ্যাসকে চাপপ্রয়ােগে তরলে পরিণত করে ম্যাস - সিলিন্ডারে ভরতি করা হয় । ওই গ্যাস সিলিন্ডারে তরল অবস্থায় থাকে । একেই বলা হয় এলপিজি বা লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস ।
পেট্রোলিয়াম গ্যাস তিনটি হাইড্রোকার্বন — বিউটেন ( C4 H10 ) , প্রােপেন ( C3H8 ) এবং ইথেন ( C2H6) এর মিশ্রণ । এই গ্যাসের প্রধান উপাদান — বিউটেন । দহনের ফলে এই গ্যাসগুলি প্রচুর তাপ উৎপন্ন করে । এর তাপন মূল্য প্রায় 50kJ / g
2C4H10 + 13O2 — ৪C02 + 10H20 + তাপ
পেট্রোলিয়াম গ্যাস ধোঁয়াহীন জ্বালানি হিসাবে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় । সিলিন্ডারে ভর্তির আগে এই গ্যাসে সামান্য পরিমাণে উগ্রগন্ধ যুক্ত ইথাইল মারক্যাপটান ( C2H5SH ) মিশিয়ে দেওয়া হয় , যাতে কোনাে কারণে সিলিভারের গ্যাস লিক ( leak ) করলে তারা সাবধানতা অবলম্বন করতে পারি ।
0 Comments